রহমতটোয়েন্টিফোর ডেস্ক 02 November, 2021 09:39 PM
মন্ত্রণালয় থেকে ফাইল চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাইল চুরির যে ঘটনা ঘটেছে, এটি অনাকাঙ্ক্ষিত এবং এতে আমি ক্ষুব্ধ।
মঙ্গলবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় জাহিদ মালেক আরও বলেন, ফাইল চুরির ঘটনার ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুলিশ এ ঘটনার তদন্ত করছে। তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, আমরা তা নেব।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের ১৭টি ফাইল গায়েব হয়েছে। তাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্ত্রণালয়।
/জেআর/