| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি দ্রব্যমূল্য ৩৫ শতাংশ বেড়েছে, কিন্তু শ্রমজীবী কারও বেতন-ভাতা বাড়েনি : নজরুল


দ্রব্যমূল্য ৩৫ শতাংশ বেড়েছে, কিন্তু শ্রমজীবী কারও বেতন-ভাতা বাড়েনি : নজরুল


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 October, 2021     03:48 PM    


৩৫ শতাংশ বেড়েছে, কিন্তু শ্রমজীবী কারও বেতন-ভাতা বাড়েনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবে গত এক বছরে দ্রব্যমূল্য গড়ে ৩৫ শতাংশ বেড়েছে। কিন্তু দেশে শ্রমজীবীদের কারও বেতন-ভাতা বাড়েনি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শ্রমজীবী মানুষের ভোগান্তির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত  মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাই। যারা জড়িত, তাদের শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু রাজনৈতিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করতে আমরা বাধা দিই।’

তিনি বলেন, যেখানে বিএনপির একটা ছোট কর্মসূচিতে এত পুলিশ থাকে, আর কুমিল্লার মন্দিরে কেন দুজন আনসার সদস্য রাখা হলো না!

/জেআর/