| |
               

মূল পাতা আন্তর্জাতিক অবৈধ রাষ্ট্র ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে হবে : ইরান


অবৈধ রাষ্ট্র ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে হবে : ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     27 October, 2021     03:49 PM    


অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে হবে বলে দাবি তুলেছে ইরান। দেশটি বলছে, ইহুদিবাদী ইসরাইল অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে নিপীড়ন এবং অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তার জন্য তেল আবিবকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে হবে।

বুধবার (২৭ অক্টোবর) পার্স টুডের খবরে জানানো হয়, গত সোমবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনে এসব কথা বলেছে ইরান। ইরান বলছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী যে অপরাধ চালিয়ে আসছে তা প্রতিরোধের একমাত্র উপায় ঐক্যবদ্ধ ব্যবস্থা গ্রহণ।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি জানান, ইহুদিবাদী ইসরাইল মত প্রকাশের স্বাধীনতা অবদমিত করেছে।

ইরানি মিশনের বিবৃতিতে আরও বলা হয়, ইহুদিবাদী ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ওপর মারাত্মকভাবে হত্যা, নিপীড়ন এবং ধারাবাহিকভাবে অপরাধযজ্ঞ চালিয়ে আসছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সম্পূর্ণ পরিপন্থী। অথচ এই সমস্ত ঘৃণ্য অপরাধ সত্ত্বেও আমেরিকা গত কয়েক দশক ধরে অন্ধভাবে ইহুদিবাদী ইসরাইলকে সমর্থন দিয়ে আসছে।

/জেআর/