| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি শেরে বাংলার আদর্শকে বাস্তবায়ন করতে হবে : এনডিপি


শেরে বাংলার আদর্শকে বাস্তবায়ন করতে হবে : এনডিপি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 October, 2021     08:40 PM    


সকলের জন্য সমন্বিত চিন্তা করার জায়গা শেরেবাংলা এ কে ফজলুল হক ধারণ, লালন, চর্চা ও বিশ্বাস করতেন। তিনি যেটা বিশ্বাস করতেন সেটা কার্যকর করতেন। নৈতিকতা, সততা ও মূল্যবোধকে ধারণের মাধ্যমে শেরেবাংলার আদর্শকে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

সোমবার (২৫ অক্টোবর) শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত বাণীতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, এ দেশের শিক্ষা বিস্তারে সবচেয়ে বেশি অবদান রাখেন শেরে বাংলা একে ফজলুল হক। যে কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ এ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। তার আদর্শ বর্তমান প্রজন্মের সামনে আমাদের তুলে ধরা উচিত।

তারা বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক সিদ্ধান্তে ঋণ সালিশি বোর্ড কৃষককুলকে মুক্ত করে দিয়েছিল। তিনি কৃষকের বেদনা বুঝতেন, কৃষকের চাওয়া-পাওয়া ও সমস্যা বুঝতেন। এ ভূখণ্ডের মানুষের তিনি মৌলিক পরিবর্তন আনতে চেয়েছিলেন। সে পরিবর্তন আনার লড়াইয়ে তখন রাজনীতি তত সহজ ছিল না। (প্রেসবিজ্ঞপ্তি)

/জেআর/