| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ওমরাহ পালনে নিয়ম সহজ করলো সৌদি


ওমরাহ পালনে নিয়ম সহজ করলো সৌদি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 October, 2021     07:50 PM    


ওমরাহ পালনে আবারও নিয়ম পরিবর্তন করেছে সৌদি আরব। নতুন নিয়মে ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তিরা এখন থেকে মাঝখানে ১৫ দিনের বিরতি না দিয়েই ওমরা পালন করতে পারবেন। আগে কেউ দুইটি ওমরাহ করতে চাইলে তাকে অনন্ত ১৫ দিনের ব্যবধান রাখা বাধ্যতামূলক ছিল।

সোমবার (২৫ অক্টোবর) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর সৌদি গেজেট-এর।

জানা গেছে, নতুন নির্দেশনা মতে, এখন আর ১৫ দিন অপেক্ষা করতে হবে না। যেকোনো ওমরাযাত্রী ‘ইতামারন’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে সক্রিয় ওমরাহ পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ পালনের আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে দুই ওমরাহ পালনের মধ্যখানে ১৫ দিনের ব্যবধান রাখা বাধ্যতামূলক ছিল। ফলে কেউ একবার ওমরাহ পালন করলে, তাকে ১৫ দিন অতিবাহিত হওয়ার পর দ্বিতীয়বার ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হতো। এ ছাড়াও মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য অবস্থান করতে— মুসল্লিদের ২৪ ঘণ্টার বেশি সময়ের অনুমোদন ছিল না। কিন্তু এখন থেকে প্রথম অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পরপরই মুসল্লিরা পুনরায় অনুমোদন নিতে পারবেন।

/জেআর/