| |
               

মূল পাতা আন্তর্জাতিক ‘তালেবানের সঙ্গে পরাজয় নিশ্চিত জেনেই চুক্তি করে যুক্তরাষ্ট্র’


‘তালেবানের সঙ্গে পরাজয় নিশ্চিত জেনেই চুক্তি করে যুক্তরাষ্ট্র’


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 October, 2021     12:07 AM    


তালেবানের সঙ্গে পরাজয় নিশ্চিত জেনেই যুক্তরাষ্ট্র চুক্তি করে বলে জানিয়েছেন আফগানিস্তান-বিষয়ক মার্কিন সাবেক বিশেষ দূত জালমে খলিলজাদ। তিনি বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্র) যুদ্ধে জিততে যাচ্ছি না, এমন বিচার-বিবেচনার ফলই (তালেবানের সঙ্গে) সমঝোতা আলোচনা। সময় আমাদের পক্ষে ছিল না। তাই দেরি করার চেয়ে আগেই (তালেবানের সঙ্গে) চুক্তি করা উত্তম ছিল।’

সোমবার (২৫ অক্টোবর) সিবিএস নিউজ জানায়, গত রোববার সংবাদমাধ্যমটিকে দেওয়া সাক্ষাতকারে এই তথ্য জানান জালমে খলিলজাদ।

তিনি বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রেসিডেন্ট আশরাফ গনির পালিয়ে যাওয়ার বিষয়টি বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দেয়।

সাবেক এই মার্কিন বিশেষ দূত বলেন, ‘আশরাফ গনি বলেছেন- রক্তপাত এড়াতে তিনি পালিয়ে যান। তাহলে তিনি আগে পদত্যাগ করলেন না কেন। তিনি যদি সেটা করতেন, তাহলে আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার হতো।’

/জেআর/