| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ‌ঐক্য দরকার : মাওলানা মুসা বিন ইযহার


দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ‌ঐক্য দরকার : মাওলানা মুসা বিন ইযহার


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     23 October, 2021     01:54 AM    


দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন‌ ইযহার।

শনিবার (২৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত নেজামে ইসলাম পার্টির প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে এক ভার্চুয়াল কনফারেন্সে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

মুসা বিন ইযহার বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে একটা স্বার্থান্বেষী মহল গভীর চক্রান্ত শুরু করেছে। সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে একজন প্রতিমন্ত্রী রাষ্ট্র ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের উস্কানি দিচ্ছে। সরকারকে এখনই এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি।

ভার্চুয়াল কনফারেন্সে আরও যুক্ত থেকে বক্তব্য দেন পার্টির যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, প্রবাসী নেতা মাওলানা নজীর আহমদ, মাওলানা ইরফান হালিম, মাওলানা শুয়াইব সুলাইমানী, মাওলানা আমানুল্লাহ, মাওলানা আবু সালেহসহ আরব আমিরাতে অবস্থানরত নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ। (প্রেসবিজ্ঞপ্তি)

/জেআর/