| |
               

মূল পাতা আন্তর্জাতিক যে ৫ প্রদেশে মেয়েদের লেখাপড়ার অনুমতি দিয়েছে তালেবান


যে ৫ প্রদেশে মেয়েদের লেখাপড়ার অনুমতি দিয়েছে তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 October, 2021     03:21 PM    


আফগানিস্তানের ৫টি প্রদেশে মেয়েদের লেখাপড়ার অনুমতি দিয়েছে তালেবান। প্রদেশগুলো হলো- উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান।

রোববার (১৭ অক্টোবর) পার্স টুডের খবরে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ইউনিসেফের উপ-প্রধান ওমর আবদি গত সপ্তাহে কাবুল সফর শেষ করে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছে সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের মোট ৩৪ প্রদেশের মধ্যে পাঁচটির গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান। আগামী এক থেকে দু’মাসের মধ্যে সকল আফগান ছাত্রী স্কুলে যেতে পারবে ।

/জেআর/