| |
               

মূল পাতা আরো গণতন্ত্র প্রতিষ্ঠায় যুব সংগ্রাম পরিষদ গঠন করুন : যুব জাগপা


গণতন্ত্র প্রতিষ্ঠায় যুব সংগ্রাম পরিষদ গঠন করুন : যুব জাগপা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 October, 2021     01:36 AM    


যুব সমাজকে সংগঠিত করেই ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে ‘গণঅভ্যুত্থান’ সৃষ্টি করতে হবে, আর সেই লক্ষে সকল বিরোধী দলের যুব সংগঠনের সমন্বয়ে দ্রুততম সময়ে ‘যুব সংগ্রাম পরিষদ’ গঠন করার আহ্বান জানিয়েছে যুব জাগপা আহ্বায়ক মীর আমির হোসেন আমু।

শনিবার (১৬ অক্টোবর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যুব জাগপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতের মতো আজকেও যুবসমাজকেই আন্দোলনে বড় ভূমিকা পালন করতে হবে। রাজপথে আন্দোলনে মধ্য দিয়ে অভ্যুত্থান হবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার পরাজিত হবে। রাজপথে গণঅভ্যুত্থানে সরকার পরাজিত হবে, অবশ্যই হবে।

তিনি আরও বলেন, যেকোনো পরিবর্তনে যুব সমাজকেই সামনে এগিয়ে আসতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে যদি আমরা আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই আমরা সফল হব।

যুব জাগপার আহ্বায়ক মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব জাগপার সদস্য সচিব মো. ইসহাক মীর, যুগ্ম আহ্বায়ক নুর মো. লিটন, যুগ্ম সদস্য সচিব মাউনুল হক, যুব নেতা সাগর আহমেদ, নুরনবী ও আতিকুর রহমান প্রমুখ। (প্রেসবিজ্ঞপ্তি)

/জেআর/