| |
               

মূল পাতা আন্তর্জাতিক যেখান থেকে খুশি অস্ত্র কিনব, কেউ বাধা দিতে পারবে না : এরদোগান


যেখান থেকে খুশি অস্ত্র কিনব, কেউ বাধা দিতে পারবে না : এরদোগান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     30 September, 2021     12:13 AM    


আমরা যেখান থেকে খুশি অস্ত্র কিনব, তাতে কেউ বাধা দিতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে অহেতুক উত্তেজনা সৃষ্টির কারণেই তার সরকার রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পার্স টুডের খবরে জানানো হয়, দৈনিক নিউইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেছেন। গতকাল (বুধবার) তার সাক্ষাৎকার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়।

এরদোগান বলেন, ‘আমরা আমাদের প্রয়োজন মেটাতে অস্ত্র কিনেছি এবং কোন দেশ থেকে কোন অস্ত্র কিনছি সেটি সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শক্তি বাড়াতে পারি।’

তিনি বলেন, আমেরিকার যদি আংকারার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতো তাহলে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতো না।

/জেআর/