| |
               

মূল পাতা আন্তর্জাতিক বাহরাইন সফরে গেছেন প্রথম কোনো ইসরাইলি মন্ত্রী


বাহরাইন সফরে গেছেন প্রথম কোনো ইসরাইলি মন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     30 September, 2021     03:38 PM    


মুসলিম দেশ বাহরাইন সফরে গেছেন অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। এটি কোনো ইসরাইলি মন্ত্রীর প্রথম বাহরাইন সফর। বাহরাইনে ইয়ার লাপিদের অবতরণের পর গালফ এয়ার মানামা থেকে তেলআবিবে সরাসরি ফ্লাইটও চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে— বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইয়ার লাপিদ মানামায় গেছেন। বৃহস্পতিবার সেখানে ইসরাইলের দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে ‘আশা করা হচ্ছে— বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তিসই হবে’।

বিবৃতিতে আরও বলা হয়, এটি বাহরাইনে কোনো ইসরাইলি মন্ত্রীর প্রথম সরকারি সফর।

উল্লেখ্য,  গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

/জেআর/