| |
               

মূল পাতা জাতীয় ওমরাহ পালনে সৌদি গেলেন দেশের ৭ ক্রিকেটার


ওমরাহ পালনে সৌদি গেলেন দেশের ৭ ক্রিকেটার


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 September, 2021     05:13 PM    


টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে থাকা পাঁচজনসহ বাংলাদেশের মোট ৭ ক্রিকেটার ওমরাহ পালনে সৌদি গেলেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন।

বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা হলেন- নাইম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ। এ ছাড়া আরও দুজন ক্রিকেটার তাইজুল ইসলাম এবং জাকির হাসান তাদের সফরসঙ্গী হচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট টিম বেশ ব্যস্ত সময় পার করেছে এতদিন। একের পর এক জয়ের দেখা পেয়েছে দেশবাসি। ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট দল দুর্দান্ত খেলেছে। অস্ট্রেলিয়াকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছে টাইগাররা। এমন সব দুর্দান্ত জয়ের পর একটু বিশ্রাম দরকার ছিল তাদের।

টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এখন বিশ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বিশ্রামের দিনগুলো অন্যরকম এক ভালো কাজে লাগাচ্ছেন বাংলাদেশ দলের ৭ ক্রিকেটার। বিশ্রামের ছুটিতে ওমরাহ পালনের  উদ্দেশ্যে আজ দুপুরে দেশ ত্যাগ করেছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ওমরাহ শেষ করে ২১ সেপ্টেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে এই ৭ ক্রিকেটারের। দেশে ফিরার পর পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে আবার টি-২০ বিশ্বকাপের অনুশীলনে মনোযোগ দেবেন।

/ডব্লিওএ/জেআর/