| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইল ছাড়া সব দেশের সঙ্গে সম্পর্ক : তালেবান


ইসরাইল ছাড়া সব দেশের সঙ্গে সম্পর্ক : তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     10 September, 2021     06:11 PM    


ইসরাইল ছাড়া সব দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় বলে জানিয়েছে তালেবান। তালেবান বলছে, তার সরকার ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক এবং কূটনৈতিক যোগাযোগ স্থাপনের লক্ষ্য নিয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা স্পুটনিকের সঙ্গে কথা বলার সময় তালেবানের মুখপাত্র সুহেল শাহীন এই তথ্য জানান।

এ সময় তিনি একটি দেশকে প্রত্যাখ্যান করেন, তিনি স্পষ্ট করে বলেন, ‘অবশ্যই, ইসরাইলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাই, কিন্তু ইসরাইল এই দেশগুলোর মধ্যে নেই।’

তিনি বলেন, দুই দশক ধরে আফগানিস্তান দখল করে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে দেবে তালেবান।

শাহীন বলেন, ‘আমেরিকা যদি আমাদের সাথে এমন সম্পর্ক করতে চায়, যা উভয় দেশ এবং উভয় জনগণের স্বার্থে হতে পারে, এবং যদি তারা আফগানিস্তান পুনর্গঠনে অংশ নিতে চায়, তাহলে তাদের স্বাগত।’

/জেআর/