| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তালেবান সরকারের অধীনে আফগানিস্তান ছাড়ল প্রথম ফ্লাইট


তালেবান সরকারের অধীনে আফগানিস্তান ছাড়ল প্রথম ফ্লাইট


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 September, 2021     01:45 AM    


আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে রাজধানী কাবুল থেকে ছেড়ে গেল বিমানের প্রথম কোনো ফ্লাইট। জানা গেছে, মার্কিন নাগরিকসহ আনুমানিক ২০০ যাত্রী নিয়ে  কাবুল বিমানবন্দর ছেড়েছে ওই ফ্লাইটটি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কাবুল থেকে ছেড়ে যাওয়া এটিই প্রথম আন্তর্জাতিক ফ্লাইট। খবর বার্তা সংস্থা এএফপির। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের ব্যবস্থাপনায় চলা বিশেষ এই ফ্লাইটটির গন্তব্য দোহা।

প্রায় ২০০ যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর আগে আফগানিস্তানে আটকে পড়া বিদেশি নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয় তালেবান সরকার।

/জেআর/