| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তালেবানের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেছে তুরস্ক: এরদোগান


তালেবানের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেছে তুরস্ক: এরদোগান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 August, 2021     02:50 PM    


তালেবানের সঙ্গে তুরস্ক সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজন তৈয়ব এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছি। বৈঠকটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী ছিল। যদি প্রয়োজন হয়, আরও আলোচনার সুযোগ রয়েছে।’

শুক্রবার (২৭ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

এরদোগান বলেন, তুরস্ক কাবুলে তালেবানের সঙ্গে প্রথম বৈঠক করেছে। কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্ককে তালেবান যে প্রস্তাব দিয়েছে তা মূল্যায়ন করে দেখা হচ্ছে।

এরদোগান বলেন, তালেবান কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য অনুরোধ করেছে। তবে আমরা এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। কেননা সেখানে সবসময় মৃত্যু এবং এরকম দুর্ঘটনার শঙ্কা থেকেই যায়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয় তালেবান। সশস্ত্র গোষ্ঠীটি এখন সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

/জেআর/