| |
               

মূল পাতা করোনাভাইরাস চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েও যাওয়া যাবে ওমরায়


চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েও যাওয়া যাবে ওমরায়


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 August, 2021     01:42 PM    


অবশেষে সৌদি আরব চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দেওয়ায় এখন থেকে এই দুই টিকা নিয়ে ওমরায় যাওয়ার দুয়ার খুলেছে। এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ পালনে আর কোনো বাধা রইল না।

শুক্রবার (২৭ আগস্ট) এ খবর দিয়েছে আরব নিউজ। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে।

এ দুটি অনুমোদনের মাধ্যমে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল। এর আগে সৌদি সরকার করোনার চারটি টিকার অনুমোদন দেয়। এসব টিকা হলো—ফাইজার বায়ো-এনটেক (২ ডোজ), অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (২ ডোজ), মর্ডানা (২ ডোজ) ও জনসন অ্যান্ড জনসন (১ ডোজ)।

সে সময় চীনের টিকাগ্রহণকারীরা বিপাকে পড়েছিল। এ অনুমোদের মাধ্যমে এবার সে বাধা কাটল।

/জেআর/