| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তালেবানের স্বীকৃতি নিয়ে সৌদি মন্ত্রিসভায় আলোচনা


তালেবানের স্বীকৃতি নিয়ে সৌদি মন্ত্রিসভায় আলোচনা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     18 August, 2021     02:27 PM    


তালেবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে সৌদি আরবের মন্ত্রিসভায় আলোচনা হয়েছে।  খবর আরব নিউজের।

মঙ্গলবার (১৭ আগস্ট) সৌদি আরবের নিয়ম শহরে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি কর্তৃপক্ষ জানায়, আফগানিস্তানের পরিস্থিতি খুব নীবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রিয়াদ। মানবাধিকারসহ দেশটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হলেই দেশটির নতুন সরকারকে স্বীকৃতি দেবে সৌদি আবর।

বৈঠক আরও সিদ্ধান্ত হয়, কেবলমাত্র আফগানিস্তানের জনগণের সমর্থন পেলেই তালেবান শাসিত নতুন সরকারকে স্বীকৃতি দেবে সৌদি আরব। এ ক্ষেত্রে ধারণা করা হচ্ছে,  আফগানিস্তানে তালেবানের গোষ্ঠীকে সবার আগে স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদি সরকার।

সৌদি সরকার আরও জানিয়েছে, আফগানিস্তানের কূটনৈতিক মিশনগুলো থেকে তাদের কর্মী সরিয়ে নেওয়ার কাজ চলছে। সৌদি সরকার আশা করে যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। পাশাপাশি আফগান জনগণের প্রতি সমর্থনও ব্যক্ত করছে রিয়াদ।

/জেআর/