| |
               

মূল পাতা আন্তর্জাতিক আফগানিস্তানে পশ্চিমারা ঘরে ফেরেনি, তারা পালিয়েছে: রুশ সংবাদপত্র


আফগানিস্তানে পশ্চিমারা ঘরে ফেরেনি, তারা পালিয়েছে: রুশ সংবাদপত্র


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     18 August, 2021     05:01 PM    


তালেবান আফগানিস্তান দখলের লড়াইয়ে তাদের বিজয় ঘোষণার দুদিন পর সেখানে যেসব ঘটনা ঘটেছে তার জন্য আমেরিকাকে দায়ী করে তীব্র সমালোচনা প্রকাশিত হয়েছে রাশিয়ায় আজকের সংবাদপত্রগুলোতে। খবর বিবিসির।

সরকারি সংবাদপত্র রসিইসকায়া গেজেটায় পররাষ্ট্র নীতি বিষয়ক বিশ্লেষক ফিয়োদোর লুকিয়ানফ দেশটির ঘটনাবলিকে একটা ‘চরম বিশৃঙ্খলা’ বলে বর্ণনা করেছেন।

‘আমেরিকার মদতপুষ্ট প্রশাসন তাসের ঘরের মত ভেঙে পড়েছে’ তিনি বলেছেন। ‘আমেরিকানরা ঘরে ফেরেনি, তারা পালিয়েছে।’

বিবিসির মস্কো সংবাদদাতা স্টিভ রোজেনবার্গ টুইটারে সংবাদপত্রগুলোর পর্যালোচনা করেছেন। তিনি বলছেন, পত্রিকাগুলোর শিরোনাম হয়েছে মূলত এরকম: ‘একটা চরম বিশৃঙ্খলা’, ‘পশ্চিমাবিশ্ব এবং জো বাইডেনের জন্য পাহাড়-প্রমাণ রাজনৈতিক অপমান’। একটি পত্রিকা এমন প্রশ্নও তুলেছে: ‘রাশিয়াকে কি এখন আফগানিস্তানে সৈন্য পাঠাতে হবে?’

/জেআর/