| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগান যুদ্ধ শেষ: তালেবান


আফগান যুদ্ধ শেষ: তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 August, 2021     02:26 PM    


আফগান যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছে তালেবান। কাবুলে প্রেসিডেন্ট প্যালেসের দখল নেওয়ার পর তারা সংবাদমাধ্যমকে জানান, ‘আফগান যুদ্ধ শেষ। এবার নতুন সরকার গঠন হবে।’

এর আগে, গতকাল রোববার রাতেই পালিয়ে গেছেন  আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজেই একটি টুইট করে জানিয়েছেন, লড়াই থামাতে এবং রক্তস্রোত এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তাজাকিস্তানে পালিয়েছেন গনি। আর তার কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্টের রাজপ্রাসাদে ঢুকে পড়ে তালেবান বাহিনী। রাজপ্রাসাদের মাথা থেকে আফগানিস্তানের পতাকা নামিয়ে দেওয়া হয়। প্রাসাদের কনফারেন্স রুম থেকে তারা সংবাদমাধ্যমকে জানায়, যুদ্ধ শেষ। এবার নতুন ইসলামিক আফগানিস্তান গঠনের প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে সোমবার (১৬ আগস্ট) সকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। আফগানিস্তান নিয়ে আলোচনা করতেই ওই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ৬০টি দেশ আফগানিস্তানের দূতাবাস বন্ধ করে কর্মীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।

/জেআর/