| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ৩ মাস বন্ধ থাকার পর কাশ্মীরের ঐতিহাসিক মসজিদে নামাজ


৩ মাস বন্ধ থাকার পর কাশ্মীরের ঐতিহাসিক মসজিদে নামাজ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 August, 2021     04:44 PM    


দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর কাশ্মীরের ঐতিহাসিক জামিয়া মসজিদ নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের কারণে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রিনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদটি এত দিন বন্ধ ছিল। খবর সিয়াসত ডেইলির।

গতকাল শুক্রবার থেকে মসজিদটিতে প্রথম জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আবার নতুন করে এখানে মুসল্লিরা নামাজ শুরু করেছেন। এর আগে, বুধবার থেকে মসজিদটিতে নামাজ আদায় শুরু হয়।

মোহাম্মদ ইকবাল নামের এক মুসল্লি সংবাদমাধ্যমকে বলেন , ‘আনজুমান আওকাফ ও কর্তৃপক্ষ নামাজের জন্য মসজিদ আবার খুলে দেওয়ার মাধ্যমে উত্তম একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমি জনগণের কাছে আহ্বান জানাচ্ছি তারা যেন করোনাভাইরাস প্রতিরোধের নির্দেশনা যথাযথভাবে মেনে মসজিদে আসেন।’

ঐতিহাসিক মসজিদটি খুলে দেওয়ায় মুসল্লিরা খুবই আনন্দিত। তারা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়তে আসছেন।

/জেআর/