| |
               

মূল পাতা জাতীয় ঈদের নামাজ শেষে করোনা থেকে মুক্তির প্রার্থনা


ঈদের নামাজ শেষে করোনা থেকে মুক্তির প্রার্থনা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     21 July, 2021     10:47 AM    


সারা দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শহর-গ্রামে সর্বত্র মসজিদে ও ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ইতোমধ্যে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম।

একে একে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা এবং সবশেষ সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররমে।

ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহায় দেশের মসজিদে মসজিদে নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে মুসলিম উম্মাহর শান্তি কামনা ও করোনা থেকে মুক্তির জন্য কায়মনোবাক্যে পানাহ চাওয়া হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। দেশ ও বিশ্বের মুসলমানদের দুর্দশাগ্রস্ত সময় থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

/জেডও/