| |
               

মূল পাতা উপমহাদেশ ভারতে পাঠ্যসূচি থেকে বাদ রবীন্দ্রনাথের গল্প!


ভারতে পাঠ্যসূচি থেকে বাদ রবীন্দ্রনাথের গল্প!


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 July, 2021     06:14 PM    


ভারতের উত্তরপ্রদেশ বোর্ডের পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। ওই প্রদেশের  দ্বাদশ শ্রেণিতে পড়ানো হত রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পটি। পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রাধাকৃষ্ণণের লেখা বাদ পড়ায় ভারতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা।  পত্রিকাটি জানায়, চলতি বছর থেকে দশম ও দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে এনসিইআরটির সিলেবাস চালু করেছে যোগী সরকার। তা থেকে বাদ পড়েছে ‘ছুটি’ গল্পের ইংরেজি তর্জমা ‘দ্য হোম কামিং’ ও দেশের সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’।

অন্যদিকে কিছু দিন আগেই উত্তরপ্রদেশ সরকারের সুপারিশ অনুযায়ী চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠ্যক্রমে রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’ এবং যোগী আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ এবং সাধনা’ অন্তর্ভুক্ত হয়েছে।

যোগী সরকার উগ্র হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী। যোগীর রাজ্যে মুসলমানদের ওপর নির্যাতন প্রায় নিয়মিত ঘটনা। এবার রবীন্দ্রনাথের গল্প বাদ দিয়ে নতুন করে বিতর্কে জড়ালো সাম্প্রদায়িক যোগী।

/জেআর/