| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সরকারের সমালোচনা করায় কুয়েতের কবি আলুসায়ের গ্রেফতার


সরকারের সমালোচনা করায় কুয়েতের কবি আলুসায়ের গ্রেফতার


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     10 July, 2021     06:45 AM    


সরকারের সমালোচনা করায় কুয়েতের বিশিষ্ট কবি জামাল আলুসায়েরকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। আলুসায়ের কুয়েতের একজন রাজনৈতিক কর্মীও। জামাল আলুসায়ের কুয়েতে ব্যবসায়ী হিসেবেও পরিচিত। সরকারের সমালোচনা করে তিনি টুইট করেছিলেন। আর এতেই কবির উপর চটেছে কুয়েতের আমির।

গত বুধবার তার পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। তবে এ বিষয়ে কুয়েতের সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য করেনি।

তার ভাইপো ও আইনজীবী মুহানান্দ আলুসায়ের জানিয়েছেন, গত সোমবার রাস্তায় তিনটি পুলিশের গাড়ি জামাল আলুসায়েরের পথ আটকে তাকে গ্রেফতার করে। জামালের বিরুদ্ধে কুয়েতের আমিরকে অপমান, রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্নকারী ভুয়া খবর ছড়ানো এবং মোবাইল ফোনের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।


জানা গেছে, কবি জামাল টুইটে লিখেছিলেন, ইউর হাইনেস এবং দ্য ক্রাউন প্রিন্স, পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। আপনি সরকারকে সংবিধান ব্যাহত ও লঙ্ঘন করার সুযোগ দিয়েছেন। এটা সংসদ এবং জনগণের ইচ্ছার পরিপন্থি।

/জেআর/