| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব কাশ্মীরে বন্দুকযুদ্ধ : দুই ভারতীয় সেনাসহ নিহত ৮


কাশ্মীরে বন্দুকযুদ্ধ : দুই ভারতীয় সেনাসহ নিহত ৮


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 July, 2021     07:00 PM    


একের পর সংঘাতে জড়াচ্ছে কাশ্মীর। এবার তিনটি আলাদা আলাদা বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনাসহ ৮ জন নিহত হয়েছে। তবে ভারত দাবি করছে, নিহত অন্য ছয় জন সন্ত্রাসী। খবর আল জাজিরার।

গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) এ সংঘাত হয় কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের কাছে। এটি ছিল বড় ধরনের সংঘাত। সেখানে সংঘাতে দুইজন সন্দেহভাজন যোদ্ধা ও দুইজন ভারতীয় সৈন্য নিহত হয়।

এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনীর একটি দল নিয়ন্ত্রণ রেখায় টহল দিচ্ছিল। এ সময় বন্দুকধারীরা হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। শুরু করে গুলি, নিক্ষেপ করে হাত বেমা। পরে সেনাবাহিনীর আত্মরক্ষামূলক গুলিতে নিহত হয় সন্দেহভাজন দুইজন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ২টি একে ৪৭ বন্দুক।

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী মোদি সরকার। জম্মু-কাশ্মীর রাজ্যটিকে ভেঙে লাদাখ ও  জম্মু-কাশ্মীর নামে দুইটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। এরপর থেকে কাশ্মীরজুড়ে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। দীর্ঘ দিন বন্দি করে রাখা হয় বর্তমান ও সাবেক মুখ্যমন্ত্রীসহ কাশ্মীরের অনেক মুসলমান রাজনীতিককে।

/জেআর/