| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব এবার আফগান–ইরান সীমান্ত দখল করল তালেবান


এবার আফগান–ইরান সীমান্ত দখল করল তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 July, 2021     06:31 PM    


এবার তালেবার দখল করল ইরানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত ক্রসিংসহ দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা। খবর বার্তা সংস্থা রয়টার্স-এর।

দুইজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেন, হেরাত প্রদেশে ইরানের সঙ্গে ইসলাম কঅলা সীমান্ত ক্রসিং তালেবান যোদ্ধারা দখল করে নিয়েছেন। হামলার মুখে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কাস্টমস কর্মকর্তারা ইরানে পালিয়ে যান।

ইরানের সরকারি টেলিভিশন আল-আলালাম টিভি জানায়, তালেবানের হাত থেকে বাঁচতে আফগান সেনারা সীমান্ত পার হয়ে ইরানে প্রবেশ করেছেন।

তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান দাবি করেন, ইরানের সঙ্গে ইসলাম কঅলা সীমান্ত ক্রসিং এখনো আফগান সরকারের নিয়ন্ত্রণেই আছে।

অন্য এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিনা বাধায় হেরাত প্রদেশের পাঁচটি জেলা দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। অবশ্য এ বিষয়ে বক্তব্য জানতে হেরাত প্রদেশের গভর্নর ও পুলিশপ্রধানের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউ ফোন ধরেননি।

গত সপ্তাহে ইরান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে আফগান বাহিনীর ওপর হামলা জোরদার করে সশস্ত্র এই গোষ্ঠীটির যোদ্ধারা।

অন্য দিকে শুক্রবার (৯ জুলাই) তালেবান কর্মকর্তা শাহবুদ্দিন দেলওয়ার মস্কোতে বলেন, আফগানিস্তানের ৮৫ শতাংশ অঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে।

এদিকে গত বুধবার থেকে আফগানিস্তানের বাদঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাউ দখলে আফগান সেনা ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে। শহরটির নিয়ন্ত্রণ ফেরত পেতে সেখানে শত শত কমান্ডো পাঠায় আফগান সরকার। গতকাল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেন, ‘আফগান সরকার রাজধানীর পুনর্দখল নিয়েছে। শহরের আশপাশে তালেবানের বিরুদ্ধে অভিযান চলছে।’

মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত এ অভিযানে ৬৯ জন তালেবান নিহত হয়েছে। তবে বাদঘিস প্রদেশের বাকি অংশ তালেবানের দখলে।

/জেআর/