| |
               

মূল পাতা জাতীয় কঠোর লকডাউনে বের হওয়ায় আটক কয়েকশ


কঠোর লকডাউনে বের হওয়ায় আটক কয়েকশ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     01 July, 2021     04:08 PM    


সরকার ঘোষিত কঠোর লকডাউনের আজ প্রথম দিন। ‘অকারণে’ বাইরে বের হওয়ার অপরাধে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কয়েকশ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ দিন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগে ১৬৪ জন এবং মিরপুর এলাকা থেকে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আটজন, মোহাম্মদপুর থানায় ২৬, আদাবর থানায় ১৮, শেরেবাংলা নগর থানায় ৪৩ এবং হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বলেন, আমাদের প্রতিটি থানার পুলিশ সদস্যরা মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন।  কোনো যৌক্তিক কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার কারণে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এর আগে, সরকার ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বুধবার। বৃহস্পতিবার সকাল থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ চলবে।

/জেআর/