| |
               

মূল পাতা করোনাভাইরাস রেকর্ড: চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ১০০ শতাংশ


রেকর্ড: চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ১০০ শতাংশ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 June, 2021     02:20 PM    


দেশের বিভিন্ন জেলায় করোনা ভয়াবহ আকার ধারণ করছে। এবার সারা দেশে রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ১০০ শতাংশে ঠেকেছে।

গতকাল বুধবার রাতে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্যবিভাগ জানায়, চুয়াডাঙ্গার ৪১টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করে। যার সবগুলো নমুনায় করোনা শনাক্ত হয়। তাই নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০০ শতাংশ। যা এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের হারকেও হার মানিয়েছে।

জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯১ জন। এছাড়া গতকাল দুপুর থেকে রাত সোয়া ১০টার মধ্যে সদর হাসপাতলের ইয়োলো জোনে করোনা উপসর্গে মৃত্যু হয় আরও চারজনের।

গতকাল বুধবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ ৪১টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এরমধে ৪১টি নমুনার ফলাফলই পজিটিভ এসেছে। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭ জন, দামুড়হুদা উপজেলার ১ জন ও জীবননগর উপজেলার ১৪ জন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৩৭ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৩১৭ জন, আলমডাঙ্গার ৪৬৩ জন, দামুড়হুদায় ৬৮৬ জন ও জীবননগরে ৩৭১ জন।

/জেআর/