| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সাফ জানিয়ে দিলেন বাইডেনের সঙ্গে কখনোই বৈঠকে বসবেন না রাইসি


সাফ জানিয়ে দিলেন বাইডেনের সঙ্গে কখনোই বৈঠকে বসবেন না রাইসি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 June, 2021     04:36 PM    


আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কখনোই কোনো ধরনের বৈঠকে বসবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

সোমবার (২১ জুন) সংবাদ সম্মেলনে রাইসি এই অবস্থান জানান দিলেন। গত শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর এটিই তার প্রথম সংবাদ সম্মেলন।

রাইসিকে প্রশ্ন করা হয়, যদি ওয়াশিংটন সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, তবে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কি-না। জবাবে তিনি পরিষ্কার ভাষায় বলেন ‘না’।

ইসরাইলে প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরানকে ভয় না পেয়ে তেল আবিবের উচিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামীদের ভয় করা। ফিলিস্তিনের ব্যাপারে ইরানের নীতি হচ্ছে, সেখানকার মূল অধিবাসীদের মধ্যে গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, ‘আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইউরোপীয়দেরকে ওয়াশিংটনের চাপের কাছে নতিস্বীকার না করে ইরানের প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।’

সংবাদ সম্মেলনে পরমাণু চুক্তি লঙ্ঘন করার জন্য আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন রাইসি।

/জেআর/