| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি অপরাধী ও চাঁদাবাজদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না: ওবায়দুল কাদের


অপরাধী ও চাঁদাবাজদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না: ওবায়দুল কাদের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 June, 2021     03:01 PM    


অপরাধী ও চাঁদাবাজদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি  ও বিতর্কিত ব্যক্তিদের কোন অবস্থাতেই দলে টানা যাবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।

রোববার (২০ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা পেছন থেকে দেশকে টেনে ধরতে চায়, তারা চিরকালই জনবিচ্ছিন্ন থাকবে।

বিএনপি সরকারের উন্নয়ন দেখতে পায় না। দিনের আলোতেও অন্ধকার দেখে তারা। এতো উন্নয়নের কারণেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে সাড়া দেবে না জনগণ। তারা জনগণের জন্য কিছুই করেনি। বিএনপি মানুষের ভাগ্যেন্নয়ন চায় না। তারা নিজেদের পকেট ভারি করতে চায়। লুটপাটতন্ত্রের মূল হোতা বিএনপি।

/জেআর/