| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইথিওপিয়ায় এখন দুর্ভিক্ষ চলছে : জাতিসংঘ


ইথিওপিয়ায় এখন দুর্ভিক্ষ চলছে : জাতিসংঘ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 June, 2021     03:23 PM    


ইথিওপিয়ায় এখন দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্ক লোকক। তিনি বলেন, ইথিওপিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখার পর বোঝা যাচ্ছে ওই অঞ্চলে এখন দুর্ভিক্ষ চলছে। সেখানকার পরিস্থিতি আরো খারাপের দিকে।

সম্প্রতি জাতিসংঘের সহযোগিতা ও বিভিন্ন সংস্থার উদ্যোগে পরিচালিত সমীক্ষায় এ চিত্র দেখা গেছে। জানা যায়, যুদ্ধ-বিধ্বস্ত টিগ্রে অঞ্চলে সাড়ে তিন লাখ মানুষ ‘গুরুতর সংকটের’ মধ্যে বসবাস করছে। ওই অঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে ১৭ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছে।

এ দিকে এ রকম পরিস্থিতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সঙ্কট মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তবে এই বিশ্লেষণের সঙ্গে একমত নয় ইথিওপিয়ার সরকার। তারা বলছে, ওই অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সাথে সাথে তারা সেখানে মানবিক ত্রাণ সাহায্যের কর্মসূচিও বিস্তৃত করছে।

/জেড/