| |
               

মূল পাতা ইসলাম চাঁদ দেখা না যাওয়ায় ১৩ জুন থেকে শুরু জিলকদ মাস


চাঁদ দেখা না যাওয়ায় ১৩ জুন থেকে শুরু জিলকদ মাস


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     11 June, 2021     11:56 PM    


চাঁদ দেখা যায়নি আজ। তাই আগামী ১৩ জুন থেকে শুরু হবে আরবি জিলকদ মাস। এবং আগামীকাল শনিবার শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ করবে।

শুক্রবার (১১ জুন) বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪২ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে আগামী রোববার (১৩ জুন) থেকে শুরু হবে জিলকদ মাস।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

কমিটি জানায়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে সভায় পর্যালোচনা করা হয়। এতে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ছাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জ্বিলকদ ইসলামি বর্ষপঞ্জির ১১তম মাস। এটা ইসলামে চারটি পবিত্র মাসের মধ্যে একটি।