| |
               

মূল পাতা ইসলাম এখনও অনিশ্চিত বাংলাদেশিদের হজ


এখনও অনিশ্চিত বাংলাদেশিদের হজ


রহমতটোয়েন্টিফোর প্রতিবেদক     29 May, 2021     12:39 AM    


 

বাংলাদেশিদের হজ এখনও অনিশ্চয়তার মধ্যেই আটকে আছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর সৌদি আরব বিভিন্ন দেশ থেকে ৪৫ হাজার জনকে হজ পালনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও কোন দেশ থেকে কত জন যেতে পারবেন তা এখনও জানানো হয়নি।

শনিবার (২৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম গণমাধ্যমকে জানান, তারা এখনও আশাবাদী সৌদি আরবের শর্ত মেনে বাংলাদেশের নির্দিষ্টসংখ্যক মানুষ এবার হজে যেতে পারবেন।

তবে বাংলাদেশিরা এই সুযোগ আদৌ পাবেন কি না তা এখনও নিশ্চিত করে জানে না ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে সৌদি হজ মন্ত্রণালয় থেকেও এখনও কোনও বার্তা পাওয়া যায় নি বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

উল্লেখ্য, দুই ডোজ করোনার টিকা নেওয়াসহ বেশ কিছু শর্তে ১৫ হাজার সৌদি নাগরিক এবং ৪৫ হাজার বিদেশি নাগরিককে এবার সীমিত আকারে হজে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরব সরকার।