| |
               

মূল পাতা জাতীয় রাজধানীসহ সারা দেশে কালবৈশাখীর আভাস


রাজধানীসহ সারা দেশে কালবৈশাখীর আভাস


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     08 May, 2021     01:11 PM    


রহমতের বাতাস আর বৃষ্টির আঁচে স্বস্তি ফিরেছিল মানুষের মাঝে। বেশ কয়েক দিন টানা দাবদাহে পুড়লেও এখন সময়ে সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হচ্ছে। আজকেও বেড়েছে রোদের উত্তাপ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।