| |
               

মূল পাতা করোনাভাইরাস মৃত্যুপুরী ভারত : একদিনে করোনায় প্রাণ গেল আরও ৩৬৮৯ জনের


মৃত্যুপুরী ভারত : একদিনে করোনায় প্রাণ গেল আরও ৩৬৮৯ জনের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     02 May, 2021     06:25 PM    


মহামারি করোনায় বেসামাল প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে প্রতিদিনই মৃত্যু ও শনাক্তের রেকর্ড হচ্ছে। এবার গত একদিনে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৬৮৯ জন। এ নিয়ে ভারতে মোট মারা গেলেন ২ লাখ ১৫ হাজার ৫৪২ জন।

রোববার ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জন। ভারতে প্রতিদিনই ৪ লাখের মতো করোনা রোগী শনাক্ত হচ্ছে।

দেশটিতে দিল্লির অবস্থা সবচে খারাপ। আক্ষরিক অর্থেই মৃত্যুপুরী হয়ে উঠেছে রাজধানী দিল্লি। এ ছাড়া মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, হরিয়ানা, বিহার, গুজরাত, মধ্যপ্রদেশ, ওড়িশাসহ অনেক রাজ্যেই সংক্রমণের হার বেশি।