| |
               

মূল পাতা আন্তর্জাতিক জার্মানিতে ইসলামের প্রসার : ছয় বছরে মুসলিম বেড়েছে ৯ লাখ


জার্মানিতে ইসলামের প্রসার : ছয় বছরে মুসলিম বেড়েছে ৯ লাখ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     29 April, 2021     04:21 PM    


মধ্য ও পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে গত এক দশক ধরে ইসলামের প্রসার হচ্ছে। মুসলিমদের সংখ্যা ক্রমেই বাড়ছে দেশটিতে। গত ছয় বছরে দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়েছে নয় লাখ। বর্তমানে জার্মানির মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলিম। এ হিসেবে মুসলিমদের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫ লাখের বেশি। খবর ডেইলি সাবাহ-এর।

বুধবার (২৮ এপ্রিল) প্রকাশিত দেশটির সরকারি জরিপে এসব তথ্য উঠে এসেছে। এ বিষয়ে বিএএমএফের প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেন, ‘সাম্প্রতিক কালে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়া থেকে শরণার্থী বিপুলসংখ্যক শরণার্থী আসায় জার্মানিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

এ ব্যাপারে ডেইলি সাবাহ’র খবরে উল্লেখ করা হয়, জার্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন অ্যান্ড রিফিউজির (বিএএমএফ) তথ্যমতে, এর আগে ২০১৫ সালে যে জরিপ হয়েছিল। সে সময় থেকে বর্তমানে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৯ লাখ।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৬.৪ থেকে ৬.৭ শতাংশ মুসলিম। বিএএমএফ থেকে পরিসংখ্যান নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জরিপের তথ্য প্রকাশ করেছে।