মূল পাতা করোনাভাইরাস প্রজ্ঞাপন জারি : ৫ মে পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউন’
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 28 April, 2021 03:55 PM
‘সর্বাত্মক লকডাউন’-এর মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে মহামারি করোনা সংক্রমণ রোধে চলমান সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হলো বলে জানানো হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, এ সময়ে আগের মতোই গণপরিবহন চলাচল ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল থেকেই গণপরিবহন ও সরকারি বেসরকারি অফিস বন্ধ রয়েছে।
এর আগে, সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর মধ্যে অবশ্য গতকাল রোববার থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হয়েছে। প্রথমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হলেও পরে তা রাত ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হয়।