রহমতটোয়েন্টিফোর ডেস্ক 27 April, 2021 04:47 PM
বাজার থেকে কতগুলো বেগুন কিনে এনে কাটার পর দেখা গেল সবগুলোতেই আরবি হরফে ‘আল্লাহ’ শব্দটি লেখা। বিষয়টি জানার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে বেগুনগুলো এক নজর দেখার জন্য।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামে। এখানকার ঘড়ি মার্কেট এলাকায় মোহাম্মদ আলমগীর এর দোকানে এখন বেগুনগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে।
এ ব্যাপারে দোকানদার মোহাম্মদ আলমগীর (৩২) জানান, কয়েকদিন আগে স্থানীয় আবুতোরাব বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসেন তার ছোট ভাই সোহেল।
মঙ্গলবার সকালে আলমগীর দোকানে ইফতারি জন্য বেগুনী বানানোর উদ্দেশ্যে বেগুন কাটতে গেলে সব কয়েকটি বেগুনের মধ্যে ‘আল্লাহু’ লেখা দেখতে পান। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিবেশীসহ প্রচুর সংখ্যক মানুষ উক্ত বেগুনটি দেখার জন্য তার দোকানে ভিড় জমাতে থাকে। বর্তমানে বেগুনগুলো ফ্রিজে রাখা হয়েছে।