| |
               

মূল পাতা সারাদেশ কেজি দরে তরমুজ বিক্রি : দুই ব্যবসায়ীর জরিমানা


কেজি দরে তরমুজ বিক্রি : দুই ব্যবসায়ীর জরিমানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি     27 April, 2021     05:53 PM    


ব্রাহ্মণবাড়িয়ায় কেজি দরে তরমুজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা শহরের ফলের দোকানগুলোতে জেলা প্রশাসনের ভ্রাম্যামাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পিস হিসেবে কিনে আনা তরমুজ সাধারণ ক্রেতাদের কাছে কেজি দরে বিক্রি করার খবরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন রশিদের নেতৃত্বে ফলের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এ সময় শহরের আনন্দবাজার ও কুমারশীল মোড় এলাকায় দুটি ফলের দোকানে পিসের বদলে কেজি হিসেবে তরমুজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন রশিদ বলেন, খুচরা ব্যবসায়ীরা আড়ৎ থেকে পিস হিসেবে তরমুজ কিনে আনলেও সাধারণ ক্রেতাদের কাছে কেজি দরে বিক্রি করছেন। এতে করে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুইজনকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর