| |
               

মূল পাতা ইসলাম এবারও ঈদের জামাত মসজিদে?


এবারও ঈদের জামাত মসজিদে?


রহমতটোয়েন্টিফোর প্রতিবেদক     25 April, 2021     03:29 PM    


ঈদগাহে নয়, এবারও পবিত্র ঈদুল ফিতরের জামাত মসজিদে আদায়ের নির্দেশনা আসতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল)  ধর্ম মন্ত্রণালয়ের সভায়।

রোববার (২৫ এপ্রিল) সরকারের তরফ থেকে এমন আভাসই পাওয়া গেল। এ ব্যাপারে রোববার দুপুরে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমি মনে করি ঈদের জামাতের বিষয়ে সিদ্ধান্ত গত বছরের মতোই থাকবে। আরও কঠিন হয়তো হবে না। আমরাও চাই গত বছরের সিদ্ধান্তটাই থাক। তবে সবকিছুই আলোচনা করে আমরা ফাইনাল করব।’

তিনি বলেন, ‘আগামী পরশু দিন আমরা একটা সিদ্ধান্তে যাব। আমাদের একটি অফিসিয়াল মিটিং হবে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘গত বছর যে পরিস্থিতি ছিল, এবার এর চেয়ে পরিস্থিতি আরও খারাপ। আমাদের সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সবাইকে বলেছি বসে একটা সিদ্ধান্ত নিন। গত বছর যে সিদ্ধান্ত ছিল সেটা ঠিক রাখবেন নাকি, আরও কঠিন করবেন নাকি কিছুটা রিল্যাক্স করবেন, বসেই সেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।’

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গেল বছরও ঈদগাহে জামাত না পড়ে মসজিদে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হতে পারে  আগামী ১৩ বা ১৪ মে।