| |
               

মূল পাতা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার উপায়


বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার উপায়


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 April, 2021     04:13 PM    


আজকাল ইউটিউবে ভিডিও দেখার সময় বিজ্ঞাপন অতি মাত্রায় বেড়েছে। এতে দর্শক চরম বিরক্ত। বলা হয়, টিভির বিজ্ঞাপনে অতিষ্ঠ হয়ে ইউটিউবে এসেছে মানুষ, এখন ইউটিউব বিজ্ঞাপনে টিভির বাড়াবাড়িকেও ছাড়িয়ে গেছে। মানুষ যাবে কই! হ্যাঁ,  এ অবস্থা থেকেও বাঁচার উপায় আছে।  বিজ্ঞাপন দূরে সরিয়ে ইউটিউবেও ভিডিও দেখা যাবে। সহজেই ইউটিউবে অ্যাড ব্লক করে সেটি করা সম্ভব। এ জন্য নিচের নিয়মগুলো ফলো করতে হবে।

এজন্য যা করতে হবে :
* ইউটিউব ওপেন করুন।
* যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।
* এবার ভিডিও URL এর মধ্যে Youtube.com লেখার পরে একটি ফুল স্টপ (.) যোগ করুন। এটা করলেই YouTube-এ আর কোনও বিজ্ঞাপন দেখা যাবে না।
URL এর মধ্যে একটি ফুল স্টপ ব্যবহার করলে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব। সেক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার জন্য, পেজটি একাধিক ভাগে গ্রাহকের কাছে পৌঁছে যায়। এর ফলে কোনও বিজ্ঞাপন, কুকিজ যুক্ত থাকে না। এই পদ্ধতি সবথেকে ভালো ইউটিউবের ওয়েব ভার্সনেই কাজ করে। মোবাইল থেকেও এই পদ্ধতিতে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে 'রিকোয়েস্ট ডেক্সটপ সাইট' অপশন সিলেক্ট করতে হবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

-জেড