| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিদ্রোহীদের সঙ্গে সম্মুখ যুদ্ধে চাদের প্রেসিডেন্ট নিহত


বিদ্রোহীদের সঙ্গে সম্মুখ যুদ্ধে চাদের প্রেসিডেন্ট নিহত


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 April, 2021     07:16 PM    


বিদ্রোহীদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে আফ্রিকান দেশ চাদের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইদ্রিস দেবি নিহত হয়েছেন। জানা গেছে, গত সপ্তাহে তিনি দেশটির উত্তরাঞ্চলে লিবিয়া সীমান্তে গিয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়ে বিজয় ভাষণের আগেই তিনি ওই অঞ্চল সফরে যান। সেখানে বিদ্রোহীদের দমনে লড়াই করছিল সেনাবাহিনী।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণার দেশটির সেনাবাহিনী এ কথা জানায়।

সেনাবাহিনী জানায়, চাদে অন্তর্বর্তীকালীন নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। ওই নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে জয়ী হচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছিল।

উল্লেখ্য, ইতোমধ্যে সরকার ও সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী ১৮ মাস দেশ পরিচালনা করবে  সামরিক পরিষদ। ১৯৯০ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন ইদ্রিস দেবি।
-জেড