| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড


মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     19 April, 2021     01:08 PM    


হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  রাজধানী মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় এ রিমান্ড দেওয়া হয়।

সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, মাওলানা মামুনুল হককে বেলা ১১টা ৮ মিনিটে আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজত খানায় রাখা হয়।

সূত্র জানায়, মোহাম্মদপুর থানার মামলায় তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সাজেদুল হক হেফাজত নেতা মামুনুলকে আদালতে হাজির করেন। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামি মামুনুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

উল্লেখ্য, গতকাল ১৮ এপ্রিল বেলা পৌনে ১টায় রাজধানীর মুহাম্মদপুরে অবস্থিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়।

-জেড