| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি মুফতি ওয়াক্কাস ছিলেন বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক : খেলাফত আন্দোলন


মুফতি ওয়াক্কাস ছিলেন বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক : খেলাফত আন্দোলন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     31 March, 2021     12:06 PM    


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, আল-হাইআতুল উলিয়ার কো-চেয়ারম্যান, বর্ষিয়ান আলেমেদ্বীন ও সাবেক মন্ত্রী আল্লামা মুফতি ওয়াক্কাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, `মুফতি ওয়াক্কাস ছিলেন একজন চিন্তাশীল রাজনৈতিক, সকল  আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। মুফতি ওয়াক্কাস ছিলেন তাওহীদি জনতার একজন অন্যতম রাহবার ও বাতিলের আতংক।  কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

বুধবার (৩১ মার্চ) বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী এক যুক্ত শোকবার্তায় এসব কথা বলেন ।

নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা এবং তাঁর  শোকাহত ভক্ত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
-জেড