| |
               

মূল পাতা ইসলাম রমজানে এবারও এতেকাফের সুযোগ থাকছে না মক্কা-মদীনায়


রমজানে এবারও এতেকাফের সুযোগ থাকছে না মক্কা-মদীনায়


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     29 March, 2021     01:49 PM    


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ায় এবারও রমজানে পবিত্র দুই মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে এতেকাফের সুযোগ থাকছে না।  

রোববার (২৮ মার্চ) পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান ও মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস দুই মসজিদে রমজানের পরিকল্পনা ঘোষণাকালে এই তথ্য নিশ্চিত করেন।

মসজিদুল হারামের ইমাম বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এই বছরও রমজানে দুই পবিত্র মসজিদে এতেকাফের সুযোগ থাকছে না।’ করোনাভাইরাস সংক্রমণ রোধে পবিত্র দুই মসজিদে আসা জেয়ারতকারীদের টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

শেখ আবদুর রহমান আল-সুদাইস ঘোষণায় জানান, রান্না করা কোনও খাবার মসজিদের সীমার মধ্যে আনতে দেয়া হবে না। তবে জেয়ারতকারীদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকেই তৈরি ইফতার ব্যক্তিগতভাবে বিতরণ করা হবে।

মসজিদুল হারামে জেয়ারতকারীরা মসজিদের পূর্ব আঙ্গিনাসহ নির্ধারিত পাঁচটি স্থানে নামাজের সুযোগ পাবেন। অন্যদিকে শুধু কাবার মাতাফ অঞ্চলেই (মসজিদুল হারামের ১ম তলা) তাওয়াফের সুযোগ পাবেন ওমরা পালনকারীরা।

প্রসঙ্গত, গেল বছরেও মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে পবিত্র দুই মসজিদে এতেকাফ বন্ধ রাখা হয়েছিল।
-জেড