| |
               

মূল পাতা উপমহাদেশ তবুও আসছেন মোদি


তবুও আসছেন মোদি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 March, 2021     11:24 AM    


দেশের ধর্মপ্রাণ জনগণ, ইসলামি দল, সংগঠন ও বামপন্থীদের বিরোধিতা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। জানা গেছে, দুই দিনের এ সফরে তিনি ঢাকার বাইরে সাতক্ষীরা ও গোপালগঞ্জেও যাবেন।

মোদির এই সফর নিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘গত বছর কভিড মহামারি শুরুর পর নরেন্দ্র মোদির এটিই প্রথম বিদেশ সফর। এ সফরের মধ্য দিয়ে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব প্রতিফলিত হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বেশ কিছু সমঝোতা হবে। তবে এই সফরে সব কিছুর ঊর্ধ্বে থাকবে মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন।’

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। এ সফরে তিনি আগামীকাল ঢাকায় জাতীয় প্যারেড স্কয়ারে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির বৈঠক হবে। মোদি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।’

এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, ‘সম্ভাব্য চুক্তি ও সমঝোতাগুলোও গুরুত্বপূর্ণ; কিন্তু সফরের মূল বিষয় হলো বাংলাদেশের স্বাধীনতা ও কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং মুজিববর্ষ।’ তিনি বলেন, ‘১৯৭১ সালে ভারতীয়রাও বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। একটি দেশ স্বাধীন করতে প্রতিবেশী দুই দেশের একসঙ্গে হয়ে রক্তদান ও আত্মত্যাগ বিরল।’

প্রসঙ্গত, ভারতের গুজরাটে মুসলিমের উপর বর্বর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর দায়ে মোদিকে গুজরাটের কসাই হিসেবে ডাকা হয়। ভারতের বিভিন্ন মুসলিম স্থান ও স্থাপনার নাম বদল করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন বলে অভিযোগ রয়েছে। বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের রায় দিয়ে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি হিন্দু-মুসলমানের মাঝে চিরন্তর বিভেদরেখা তৈরি করেছেন বলে মুসলিমবিশ্বের ক্ষোভ রয়েছে সাম্প্রদায়িক মোদির প্রতি। সর্বশেষ কোরআনের আয়াত পরিবর্তন নিয়ে রিট করা হয়েছে ভারতের একটি প্রাদেশিক আদালতে, যা মুসলমানদের জন্য খুবই অবমাননাকর।
-জেড