| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব খ্রিস্টানরা ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবে : মালয়েশিয়ার আদালত


খ্রিস্টানরা ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবে : মালয়েশিয়ার আদালত


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     11 March, 2021     07:23 PM    


প্রায় এক দশক ধরে আইনি লড়াইয়ের পর মালয়েশিয়ার খ্রিস্টানরা ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবেন বলে মত দিয়েছেন দেশটির উচ্চ আদালত। এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, এক খ্রিস্টান নারীর ধর্মীয় উপকরণে ‘আল্লাহ’ শব্দ থাকায় সেই উপকরণ জব্দ করা হয়েছিল। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার রায়ে এ ঘোষণা দিলেন আদালত।

বুধবার (১০ মার্চ) কুয়ালালামপুরের উচ্চ আদালত এ ঐতিহাসিক রায় দেন।

খ্রিস্টান সম্প্রদায়ের বলছে, তারা শত শত বছর ধরে সৃষ্টিকর্তা বোঝাতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করে আসছে, যা আরবি থেকে মালয় ভাষায় এসেছে। অতীতের নিষেধাজ্ঞাটি তাদের এই শব্দ ব্যবহারের অধিকার ক্ষুণ্ণ করেছিল বলে দাবি তাদের।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় মোট জনসংখ্যার তিনভাগের দুই ভাগ জনগোষ্ঠী মুসলিম। তবে সেখানে বড় পরিসরে খ্রিস্টান সম্প্রদায়ও রয়েছে। সাম্প্রতিককালে মালয়েশিয়ায় ধর্মীয় বিষয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ রায় আন্তঃধর্মীয় সম্পর্ক আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
-জেড