| |
               

মূল পাতা উপমহাদেশ শিক্ষার্থীদের কল্যাণেই সিদ্ধান্ত নেবে সরকার : শিক্ষামন্ত্রী


শিক্ষার্থীদের কল্যাণেই সিদ্ধান্ত নেবে সরকার : শিক্ষামন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 February, 2021     03:48 PM    


সরকার শিক্ষার্থীদের কল্যাণেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৃহত্তর স্বার্থে সর্বোত্তম সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সরকার শিক্ষার্থীদের কল্যাণেই সিদ্ধান্ত নেবে।’

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

অন্যদিকে পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের। তারা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন। এতে ঢাকায় বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
-জেড