| |
               

মূল পাতা আন্তর্জাতিক অবশেষে প্যাংগং হ্রদ থেকে ভারত-চীনের সেনা প্রত্যাহার


অবশেষে প্যাংগং হ্রদ থেকে ভারত-চীনের সেনা প্রত্যাহার


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     23 February, 2021     10:54 AM    


অবশেষে প্যাংগং হ্রদ থেকে বহুল আলোচিত ও প্রতীক্ষিত সেনা প্রত্যাহার করেছে ভারত ও চীন। ভারতের প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের বিবৃতিতে দাবি করা হয়েছে, শনিবার প্যাংগং তসো হ্রদ এলাকা থেকে সব সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। গত বছরের জুন মাসে এই এলাকায় দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ২৪ জন নিহত হয়। ওই ঘটনায় দুদেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তবে দুই দেশই এখন বলছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর নিজেদের ভূখণ্ডে উত্তেজনা কমাতে কাজ করবে তারা। খবর বিবিসির।

রোববারের বিবৃতিতে বলা হয়, প্যাংগং হ্রদ এলাকায় মোতায়েনকৃত সেনাদের সরিয়ে নেওয়াকে দুপক্ষ স্বাগত জানাচ্ছে। সেনাদের সরিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। ওয়েস্টার্ন সেক্টরের এলএসির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিরোধপূর্ণ ইস্যু সমাধানে এটি ইতিবাচক দৃষ্টান্ত হবে।

ভারত ও চীনের মধ্যকার সীমান্ত ৩ হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ। তবে এই অংশ সুনির্দিষ্ট নয়। দশকের পর দশক ধরে দুদেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে উত্তেজনা ১৯৬২ সালে যুদ্ধে গড়ায়। সেনা প্রত্যাহারের আগে ভারত ও চীনের কমান্ডাররা নয় দফা আলোচনায় বসেন। বিবৃতিতে স্বীকার করা হয়, সীমান্তের অন্য অংশে উত্তেজনা এখনও চলছে এবং সমস্যা সমাধানে দুপক্ষ আলোচনা অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন বিষয়ে নিজেদের নেতাদের মধ্যে প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ মতৈক্য অনুসরণ করতে রাজি হয়েছে দুপক্ষ। নেতারা তাদের মধ্যে যোগাযোগ ও সংলাপ চালিয়ে যাওয়া, নিজ নিজ ভূখণ্ডে স্থিতিশীলতা বজায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দৃঢ়ভাবে ও নিয়মতান্ত্রিক পন্থার মাধ্যমে বিরোধপূর্ণ অন্য ইস্যুগুলোয় পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টার বিষয়ে মতৈক্যে উপনীত হয়েছেন, যাতে সীমান্তবর্তী এলাকাগুলোয় যৌথভাবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায়।

১১ ফেব্রুয়ারি চীন ও ভারত ওই হ্রদ এলাকা থেকে তাদের সেনাদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। প্রত্যাহার কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে পর্যালোচনা করতে শনিবার বৈঠকে বসেন দুই দেশের কমান্ডাররা।

প্রসঙ্গত, ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ও চীনের রুতোগ প্রদেশের সীমান্তে ৪,৩৫০ মি (১৪,২৭০ ফু) উচ্চতায় প্যাঙ্গং হ্রদ অবস্থিত। এই হ্রদ ১৩৪ কিমি (৮৩ মা) লম্বা যার মধ্যে প্রায় ৬০ শতাংশ তিব্বতে অবস্থিত। এই হ্রদের পূর্ব দিকটি তিব্বতের অন্তর্গত এবং পশ্চিম প্রান্তটি ভারতের অন্তর্গত। এই হ্রদটির সবচেয়ে চওড়া স্থানটি ৫ কিমি (৩.১ মা) বিস্তৃত।

প্যাঙ্গং হ্রদ ভারত ও চীনের মধ্যেকার একটি বিতর্কিত অঞ্চল। এই হ্রদের ওপর দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা গেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্বদিকে ২০ কিলোমিটার পর্যন্ত এলাকা ভারত নিজের বলে দাবী করলেও চীনের অধিকারে রয়েছে। এই হ্রদের পূর্ব ও পশ্চিম প্রান্তের অধিকার নিয়ে কোন বিতর্ক নেই। এই হ্রদের মাঝামাঝি স্থানে উত্তর তীরে অবস্থিত খুর্নক দুর্গ ভারতের দাবি থাকা সত্ত্বেও ১৯৫২ খ্রিষ্টাব্দ থেকে চীনের অধিকৃত। ১৯৬২ খ্রিষ্টাব্দের ২০ অক্টোবর, ভারত-চীন যুদ্ধের সময় এই অঞ্চল চীনের সামরিক বাহিনী অধিকার করে নেয়।
-জেড