| |
               

মূল পাতা করোনাভাইরাস বিশ্বে আক্রান্ত ছাড়াল ১০ কোটি ৩১ লাখ


বিশ্বে আক্রান্ত ছাড়াল ১০ কোটি ৩১ লাখ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     31 January, 2021     11:24 AM    


মহামারী করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। দ্বিতীয় ঢেউ আর নতুন ধরনে আবার বিপর্যস্ত বিশ্ব। নতুন করে লকডাউনে গেছে কিছু দেশ। আবার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়েছে কোনও কোনও দেশে।  

এখন পর্যন্ত করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৩১ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ২৭ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৩ লাখ ৮ হাজার ৫১০ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ২৭ হাজার ৭৩৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ২৮৪ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।
-জেড