| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি চসিক নির্বাচন : সংঘর্ষে ছেলের নিহতের খবর শুনে মারা গেলেন মা


চসিক নির্বাচন : সংঘর্ষে ছেলের নিহতের খবর শুনে মারা গেলেন মা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     27 January, 2021     02:14 PM    


ভোট ডাকাতি, সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। এর মধ্যেই ঘটে গেল সবচে মর্মান্তিক ঘটনাটি।  ভোট কেন্দ্রে সংঘর্ষে ছেলের মৃত্যুর খবর শুনে আছিয়া বেগম (৬০) নামে এক মা মারা গেছেন।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে নগরীতে সংঘর্ষে নিজের ছেলের মৃত্যুর খবর মেনে নিতে পারেননি মা। নিহত যুবক আলাউদ্দিনের মা খবর শুনে আকস্মিক মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিমের অনুসারীদের সাথে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাতজন আহত হন এবং আলাউদ্দিন নামের ওয়াসিমের এক সমর্থক নিহত হন। এ সংবাদ শুনে নিহতের মা তার নিজ বাড়িতে মারা গেছেন।
-জেড